জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জীবননগর প্রতিনিধিঃ ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদের বট তলায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সমবায় অফিসার মতেহার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা,বাঁকা ইউপি সদস্য আঃ মান্নান ,রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যজীবীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।