চুয়াডাঙ্গায় রাগে ট্রাক হেলপারের শরীর ছিন্নভিন্ন হলো ট্রেনে!

নিহত নজিরের বাড়িতে শোকের মাতম। ছবি-ইমরান হোসেন

মুন্সী খোকন ও ইমরান হোসেন

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (১৬) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাজদিয়া গ্রামের কুবরেগাড়ী নামক স্থানে খুলনা থেকে ঢাকা গামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন ট্রাক হেলপার ছিলেন।

রাগারাগি করে আসার পর বাড়িতে মোবাইলে ফোন দিয়ে সে ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে।

নিহত নাজিরের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকের সাথে বেশ কয়েক দিন বাইরে থাকার পর নাজির হোসেন সোমবার বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর তার সাথে পরিবারের সদস্যদের বদানুবাদ হয়।

একপর্যায়ে দুপুরে সে বাজদিয়ার কুবড়েগাড়ূী নামক স্থানে এসে বাড়িতে মোবাইলে ফোন দেয়। ‘এসো আমার লাশ নিয়ে যাও,। এই বলে সে আন্তঃনগর ট্রেন চিত্রার সামনে ঝাড়িয়ে পড়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে শাহাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই জমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।