চুয়াডাঙ্গায় শেষ হলো চিত্রাংকন প্রতিযোগিতা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় খেলাঘর জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬জুলাই) সকাল দশটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগীতার চেয়ারপার্সন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন। প্রতিযোগীতা শেষে খেলাঘরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে শিশুহত্যা, শিশু নির্যাতন, শিশু ধর্ষন, পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতা, নিপীড়নমূলক শিক্ষা, ছুটির দিনে লেখাপড়া, সহিংসতায় শিশুর ব্যবহার, খেলার মাঠ ও শহীদ মিনারবিহীন বিদ্যালয়, বাল্য বিবাহ, খাদ্যে ভেজাল, মাদক, মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণের প্রতিবাদে সাহিত্য পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগীতায় শতাধিক শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে ২০জনকে বাছাই করে নেওয়া হয়। যাঁরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারি সকল প্রতিযোগীকেই সনদপত্র প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক হামিদুল হক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগীতার চেয়ারপার্সন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী।