চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ফেসবুকে বিতর্কিত পোষ্ট – তোলপাড

 

 চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে আলেম ওলামা ও তাবলিগ জামাত, বিশ্ব ইজতেমা নিয়ে  বিরূপ মন্তব্য করে ফেসবুকে ছড়া লিখেছেন গত সোমবার রাতে তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্টে লিখেন

**মহাশয়দের কান্ড***

ধোন ধরা মহাশয়েরা ধোন ধরে বিশ কদম হাটে দেখা গেছে এমন দৃশ্য, টংগীর মাঠে।

মাঝে মাঝে কোঁতে আর একটু একটু মোতে ধোন ধরা মহাশয়েরা ছালা বিছাইয়া হোতে।

চিড়া, মুড়ি, রুটি, খিঁচুড়ি আর খায় মোয়া বলাৎকারে শ্রেষ্ঠ তাঁরা, মারে ছাত্রের গোয়া।

লোটা, বদনা, মাটির দলা সাথে নিয়া টিস্যু পাছার কাপড় মাথায় তুলে, করে তাঁরা হিসু।

মরার পরে বেহেশতে পাবে না কি হুর সেই আশায় টংগীর মাঠে খায় খেঁজুরের গুড়। পরবর্তীতে এই পোষ্ট টি চুয়াডাঙ্গার অনেকেই স্কিনশট ও সংরক্ষণ করে রাখে ও অনেকেই বিভিন্ন প্রকার মন্তব্য করেন

পোষ্ট করার পরবর্তী দিন মঙ্গলবার দুপুরে তার ফেসবুক প্রোফাইলে পোষ্ট টি খুজে পাওয়া যায় নি।

তবে এবিষয়ে ফুঁসে উঠেছে চুয়াডাঙ্গার আলেম ও ধর্মপ্রাণ মুসলমানরা ,  এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান বলেন  পোষ্টটি কে বা কাহার ট্যাগ করেছিলো তা পরবর্তীতে ডিলেট করা হয়েছে।

 

বিভিন্ন তৌহিদী জনতা ও আলেম ওলামারা বলেন ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। পাশাপাশি তাকে অচিরেই ভূল শিকার করে ক্ষমা চেতে হবে না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।