চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ২০০ বছরের গাছের উপরে নির্মিত হবে ম্যাংগো ট্রি হাউস

জুলফিকার আলম সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জে পর্যটনশিল্পকে আরও এগিয়ে নিতে কানসাটে নির্মান করা হবে একটি দৃষ্টিনন্দন ম্যাংগো ট্রি হাউস। মেমপছন্দ নামের একটি ২০০ বছরের আমগাছের উপরে কাঠ দিয়ে তৈরী করা হবে এ আকর্ষনীয় ট্রি হাউসটি।

শনিবার দুপুরে জেলার শিবগঞ্জের কানসাটে ঐতিহ্যবাহী রাজার বাগানে ম্যাংগো ট্রি হাউসের উদ্ধোধন করেন জনপ্রশাসন সচিব এর সহধর্মিণী রওনক আরা খানম।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, রাজশাহী বিভাগীয় কমিশনারের সহধর্মিণী রুনা লাইলা, রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী সেলিনা হাফিজ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম প্রমূখ।