গাংনী বাজারে কর্মহীন মানুষের খাদ্যসামগ্রী পোঁছে দিচ্ছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন

হাজী সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: চলছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন দুই শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। এছাড়া সংক্রমণের হারও অতীতের সব রেকর্ড ভাঙছে। করোনার এই ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে।

গাংনী যুবলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কর্মহীন মানুষের খাদ্য সহায়তা পৌঁছে দিতে বের হন জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার পৌর মেয়র মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, “আগে জীবন, পরে জীবিকা”। করোনার হাত থেকে নিজেকে ও পরিবারের মানুষদের রক্ষা করতে পারলে অর্থনৈতিক স্বচ্ছলতা একদিন হয়তো ফিরবে। তাই সাময়িক অসুবিধা স্বীকার করে নিয়ে আপনার ঘরে থাকুন।

তিনি আরও বলেন, আমি জানি এতে দিনমজুর, শ্রমজীবী, পরিবহন সেক্টর, ফুটপাতে ছোট ব্যবসায়ীর মতো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা চরম সংকটে দিনাতিপাত করছেন। সরকার বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, অসচ্ছল ও কর্মহীন ব্যক্তিদের মানবিক সহায়তা দিচ্ছে প্রতিনিয়ত। এর পাশাপাশি এগিয়ে আসছি আমরাও। শত প্রতিকূলতার মাঝেও আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।