গরু প্রতি ‘ভাতা’ ২৩ টাকা

এই আমার দেশ ডেস্ক : এখন থেকে প্রতিটি গরু দৈনিক খাবার খরচ বাবদ ২৩ টাকা ‘ভাতা’ পাবে। এ ঘোষণা দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি বলেন, শুধু তাই নয়; আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যে ১ হাজার ‘গরু আশ্রম’ নির্মাণ করা হবে।। ইতোমধ্যে এসব বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৪৫০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশে প্রায় ৬ লাখের বেশি বেওয়ারিশ গরু রয়েছে। এসব গরুদের পর্যায়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে।

রাজ্য সরকার সংশিষ্ট একটি সুত্র জানিযেছে, বর্তমানে সরকার পরিচালিত গরু আশ্রম কোথাও নেই। তিনি বলেন, এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিতব্য ১ হাজার আশ্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ৬১৪টি আশ্রম নির্মাণের কাজ চলছে।

এছাড়া দৈনিক প্রতি গরুর খাবারের খরচ বাবদ (বাংলাদেশী মুদ্রায়) ২৩ টাকা বরাদ্দ করতে একটি প্রস্তাবও পেশ করা হয়েছে। ভারতে অনেক হিন্দুধর্মাবলম্বী গরুকে ‘দেবতা’ হিসেবে ভক্তি করে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রায়ই বলা হয়।