গঙ্গাচড়া প্রজাপতি’র ফরাসি পণ্য বর্জন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে বিতর্কিত ব্যঙ্গ চিত্র প্রকাশ এবং মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বিদ্বেষ মূলক বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য বিক্রয় বন্ধ করে দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার আব্দুস সোবহান সুপার মার্কেটে অবস্থিত বিপণন কেন্দ্র ‘প্রজাপতি’।

সরজমিনে গিয়ে দেখা যায়, গঙ্গাচড়া বাজারের আব্দুস সোবহান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বাটা ও এ্যাপেক্স সু-রুম সংলগ্ন প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠান ‘প্রজাপতি’ ফ্রান্স থেকে আমদানীকৃত সকল পণ্য আলাদা করে রেখেছে। এ ব্যাপারে প্রজাপতি’র প্রোপাইটর কাছে জানতে চাইলে তিনি বলেন, মহানবী (সঃ) কে অবমাননা করায় আমরা ফ্রান্স থেকে আমদানীকৃত সকল পণ্য বিক্রয় বন্ধ করে দিয়েছি এবং সেই সাথে মহানবী (সঃ) এর প্রতি শ্রদ্ধা রেখে গঙ্গাচড়ার সকল ব্যবসায়ীকে ফরাসী পণ্য বর্জন করার আহবান জানাচ্ছি।