গঙ্গাচড়ায় সেনাবাহিনীর উদ্দ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষে গঙ্গাচড়ায় সেনাবাহিনীর উদ্দ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাস , ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২’শ জন গর্ভবতী মা এবং নবজাতক ১১০ জন শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করেন। কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ তারিকুল আলম। এ সময় কার্যক্রম পরিদর্শন করেন ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং এফডবিøউসি ,পিএসসি ।