গঙ্গাচড়ায় তিস্তা নদী মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃরংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মহাপরিকল্পনা দ্রæত বাস্তবায়নের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে নীলফামারী হইতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পর্যন্ত তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে ল²ীটারী ইউনিয়নের মহিপুরে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’র দুই প্রান্তে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ মানবন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য অশোক চন্দ্র, আশরাফুল ইসলাম, স্থানীয় মোফাজ্জল হোসেন, মিঠু মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমূখ।