গঙ্গাচড়ায় বহুমুখী রন্ধন পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ও ইএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন জানো প্রকল্পের মাধ্যমে আয়োজিত বাড়ির আঙিনায় উৎপাদিত সবজির প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখী রন্ধন পদ্ধতির প্রদর্শনী গতকাল রোববার অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া ইউনিয়নের ধামুর আর্দশ পাড়ায় সমাজ সেবক আসাদুলের বাড়িতে রন্ধন পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পুষ্টি গুনাগুন রক্ষা করে বিভিন্ন জাতের সবজি দিয়ে নানা ধরণের খাবার ও খিচুরি রান্না করেন ঁজানো প্রকল্পের সিভিগণ। পুষ্টি সমৃদ্ধ রান্না স্থানীয় গর্ভবতী ও প্রসূতি মা ও শিশুদের মাঝে পরিবেশন করা হয়। এ সময় জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা, ফিল্ড অফিসার হাবিবা খাতুন, সাংবাদিক আব্দুল বারী স্বপন, সুজন আহম্মেদসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।