খুলনার রূপসায় পাটের গোডাউনে আগুন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি।

শেখ মাহাবুব আলম খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার রূপসা উপজেলায় ভিশন এশিয়া জুট গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। শনিবার (২১অক্টোবর) দুপুর আনুমানিক ১২টায় আগুন লাগার সংবাদ পেয়ে রূপসা ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ এলাকার ভিশন এশিয়া জুট গোডাউনে বেলা ১২টায় রাস্তার পাশে রাখা পাটের কাটিং করা ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ, উচ্ছিষ্ট অংশ( গর্দা) তে প্রথম আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য জানায়।
খুলনার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফারুক জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তারা। ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে পাটের ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ, উচ্ছিষ্ট অংশ (গর্দা )রাখা ছিল ডিশ লাইনের তার পুড়ে আগুনের ফুলকি পাটের উপর পড়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তাপ আর ধোঁয়ায় প্রথম দিকে ফায়ার ফাইটারদের গোডাউনে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, রাস্তার পাশে গোডাউন। রাস্তার পাশে রাখা ছিল পাটের ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ। গোডাউনের উপরে ডিশ লাইনের মাধ্যমে আগুনের সূত্র ঘটে। প্রথম দেখে মিলের লোকজনকে বলেছি আগুন নেভানোর জন্য তারা কথাটি গুরুত্ব না দেওয়ার ফলে এঘটনা ঘটেছে।

আগুনের গোডাউনে থাকা পাটের ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ ও ভাল পাটের অংশ পুড়ে যায় বলে জানান।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুল ইসলাম বলেন, গোডাউনে আগুন লেখেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফায়াস সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।