কোপা দেল রে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া মেসিদের হারিয়ে

ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়েছিল আগেই। সুযোগ ছিল অন্তত ডাবল জয়ের। তবে সেই সুযোগও হাতছাড়া হলো।

কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হেরে সেই সুযোগ হারাল বার্সেলোনা। শনিবার রাতে এই ম্যাচে বার্সা হেরেছে ২-১ গোলে।
এর মাধ্যমে কোপা দেল রে’তে ভ্যালেন্সিয়া জিতল অষ্টম শিরোপা। ২০০৭-০৮ মৌসুমের পর এবারই তারা কোপা দেল রে শিরোপা জিতল।


ভ্যালেন্সিয়ার পক্ষে কেভিন গামেইরো ও রদ্রিগো গোল করেন। ২১ মিনিটে গোলের সূচনা করেন ভ্যালেন্সিায়ার গামেইরো। বাম দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার হোসে গায়ার ডি বক্সে বাড়ানো বল জোরালো শটে প্রথম গোল করেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো।


পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের ক্রসে হেডের সাহায্যে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। ৭৩ মিনিটে মেসি এক গোল শোধ করলে বার্সার আশা আবার জেগে উঠে। আর কোনও গোল না হওয়ায় সেই আশা আর শেষ পর্যন্ত থাকেনি।

তাই বার্সাকে এখন লা লিগার শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই জয়ের মাধ্যমে বার্সার বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়হীন থাকারও সমাপ্তি টানলেন ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো গার্সিয়া তোরাল।