কালীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমিতে লাগানো বোরো ধানের চারা তুলে ফেলে দিল দুষ্কৃতিকারীরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাংগালীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর দুবুরিয়া গ্রামের মোঃ আলা উদ্দিন দেওয়ান(৫৪) নামের এক মাদ্রাসা শিক্ষকের জমিতে লাগানো বোরো ধানের চারা তুলে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা।গতকাল ০২/০২/২০২২ইং তারিখ বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে ঐ শিক্ষক বাদী হয়ে ১। সানাউল্লাহ (২৬),পিতা-শারফুদ্দিন,২।শারফুদ্দিন(৪৭),পিতা-মৃত হেকমত খান,উভয় সাং-আজমতপুর,৩।মাহাবুর(২৭)পিতা-সাইদ,সাং- জাংগালীয়া , ৪।নবিউল্লাহ(৩৬),পিতা-মৃত ফাইজদ্দিন,সাং-পুনসহী সহ আরো ৪- অজ্ঞাতনামা ৪-৫ জন কে বিবাদী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঐ শিক্ষক বলেন আমি চাকুরির কারনে আমার গ্রামের বাড়িতে থাকিনা। আমাদের জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমাদের লাগানো বোরো ধানের চারা তুলিয়া ফেলিয়া ক্ষতি সাধন করার সময় বাড়িতে থাকা আমার ভাইয়েরা বাধা প্রদান করিতে গেলে উপর উক্ত বিবাদীগন দেশীয় অস্ত্র নিয়ে তাদের প্রাণ নাশের জন্য আগাইয়া আসিলে তারা প্রাণভয়ে চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া তাদেরকে ঐ দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করেন।তাদের হাত থেকে আমার পরিত্রাণের জন্য জন্য আমি থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এস আই জনাব মিন্টু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।