কারবালায় ইরাকি ঔপন্যাসিককে গুলি করে হত্যা

এই আমার দেশ ডেস্ক : ইরাকের কারবালা শহরে ঔপন্যাসিক আলা মাশজুবকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেল যোগে আসা এক বন্দুকধারী।

শনিবার রাতে মাশজুবের নিজের বাড়ির কাছে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার সময় ৫০ বছর বয়সী মাশজুবকে লক্ষ্য করে বন্দুকধারী বেশ কয়েকবার গুলি ছোড়ে।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি বলে জানিয়েছে তারা।

রোববার ইরাকের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী আব্দুল আমির আল হামদানি এক বিবৃতিতে বলেছেন, “(ইরাকের) সাংস্কৃতিক দৃশ্যপট এর অন্যতম এক লেখক ও স্রষ্টাকে হারালো।”

মাশজুব কারবালার নাগরিক সমাজেও সক্রিয় ছিলেন। রোববার কারবালাতেই তার জানাযা ও দাফন হয়।

ইরাকের লেখক সংঘ এই হত্যাকাণ্ডের নিন্দা করে বুদ্ধিজীবীদের রক্ষায় নিরাপত্তা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, “সংঘ মনে করে, এর জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকার পুরোপুরি দায়ী, তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

বেশ কয়েকটি উপন্যাস ও ছোট গল্প সংকলনের রচয়িতা আলা মাশজুব স্থানীয় ও আঞ্চলিক কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।