কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য
করায় রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১
ডিসেম্বর) ভোরে ঢাকার কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায়
জানতে পারে মেয়র আব্বাস আলী রাজধানীর কাকরাইলের হোটেল ঈশা খাঁতে অবস্থান করছেন। এর
পর মঙ্গলবার মধ্যরাত থেকে হোটেলটি ঘিরে রাখে র‌্যাবের একটি দল। পরে সকালে তাকে আটক করা
হয়। এ ব্যাপারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

 

আব্বাস আলী
২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার কাটাখালীর মেয়র নির্বাচিত হন। ২০২০
সালের ডিসেম্বরে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন। ম্যুরাল
নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ২৪ নভেম্বর দলীয় পদ থেকে মেয়র আব্বাসকে অপসারণের সিদ্ধান্ত
নেয় পবা উপজেলা আওয়ামী লীগ।

 

২৬ নভেম্বর তাকে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ
থেকে অব্যাহতি দেয় রাজশাহী জেলা আওয়ামী লীগ। গত ২২ নভেম্বর রাতে মেয়র আব্বাস আলীর ১
মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল
বানালে ‘পাপ হবে’ এমন কথা বলতে শোনা গেছে মেয়র আব্বাস আলীকে। উল্লেখ, এর আগে ১৯
নভেম্বর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি
করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর অর্থ
আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এই মেয়রকে
সাময়িক বরখাস্ত করা হয়।