কর্ণফুলীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল বাবা-ছেলে

মোহাম্মদ আবদুল ওয়াদুদ

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে পল্টুনের নিচে তলিয়ে গেছেন বাবা-ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকায় ওই ঘটনাটি ঘটে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাল দিয়ে তিন জন মাছ ধরার সময় ডিঙ্গি নৌকাটি হঠাৎ উল্টে যায়। এতে সজীব দাশ নামের একজন তীরে উঠতে পারলেও বাবা এবং ছেলে ¯্রােতের টানে তলিয়ে যায়। নিখোঁজ দু’জন হচ্ছেন- তপন দাস ও তার ছেলে সমীত দাস। তাদের বাড়ী পটিয়ার কোলাগাঁও গ্রামে। চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, বাবা এবং ছেলে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ডিঙ্গি নৌকা নিয়ে। একপর্যায়ে এই নৌকাটি উল্টে গেলে পানিতে তলিয়ে যান তারা। খবর পেয়ে দ্রæত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।