করোনা থেকে সেরে ওঠা মানুষদের এক-তৃতীয়াংশই মানসিক রোগে ভুগছেন

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেট সাইকিয়াট্রি জানিয়েছেন যে, কোভিড-১৯ থেকে সেরে ওঠা মানুষদের এক-তৃতীয়াংশই মানসিক রোগে ভুগছেন। এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনা জয়ী অনেকেই ভোগেন স্নায়ুরোগেও।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাটা সারা পৃথিবীতেই ক্রমবর্ধমান। এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি, করোনার ভ্যাকসিন (টিকা) নিয়ে চলছে চুলচেরা গবেষণা। যার ফলে করোনাকে সঙ্গে নিয়েই আপাতত চলতে হবে আমাদের, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও নানামুখী জটিলতায় ভুগছেন মানুষ। এমনকি করোনা কালীন ট্রমা থেকে দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে।

উল্লেখ্য যে, ৬ মাসের মধ্যে যারা করোনা মুক্ত হয়ে উঠেছেন এমন অনেকেই ভুগছেন মানসিক সমস্যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনা থেকে সুস্থ হওয়া প্রতি তিনজনের মধ্যে একজন ভুগছেন স্নায়ুবিক ও মানসিক নানা জটিলতায়।