করোনার টিকা আনতে চীনের উদ্দেশ্যে বিমান

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের তৈরি টিকা আনতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছে বিমান।

শুক্রবার (৭ জুলাই) সকালে বোয়িং-৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ নিয়ে এ যাত্রা করে বিমান।

ফ্লাইটটি রাত ১২টায় চীনের তৈরি টিকার একটি চালান নিয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

এছাড়া বিমানের আরেকটি ফ্লাইট সন্ধ্যায় টিকা আনতে বেইজিং যাবে। পাইলটদের সংগঠন বাংলাদেশে পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুবুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনে চরম কষ্ট নিয়ে পালইটরা ফ্লাইট পরিচালনা করছেন। কারণ বিমানের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও পাইলটদের করা হয়নি। বর্তমানে পাইলটদের ৫০-৭০ শতাংশ বেতন কর্তন করা হচ্ছে। এতে চরম বৈষম্যের শিকার হচ্ছেন পাইলটরা। ফ্লাইট পরিচালনার জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার পরও দেশের এ সয়ককালে তারা প্রাধনমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে যাচ্ছেন।