কম্পিউটার সোসাইটির ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর কামাল

ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল। শুক্রবার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স) রেজাউল করিম ও সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান খান জিহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

২০২২-২৩ সালের জন্য ১৫ সদস্যের এই কমিটিতে সহ সভাপতি হিসেবে অরুপ রতন পন্ডিত, সম্পাদক হিসেবে মেজবাহ উদ্দিন সাজ্জাদ, কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল ওয়াদুদ মনোনীত হয়েছেন।

প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল বলেন, ‘আমি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। একই সাথে আমার কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানাই। আমার কমিটির সকল মেম্বার ও ময়মনসিংহ অঞ্চলের কম্পিউটার সম্পর্কিত যারা স্নাতক বা অধ্যয়নরত আছেন তাদেরকে নিয়ে সোসাইটির উন্নয়নে কাজ করতে চাই। খুব দ্রুত ময়মনসিংহ বিভাগের সংশ্লিষ্ট ফিল্ডের শিক্ষার্থীদের নিয়ে একটি স্টুডেন্ট ব্রাঞ্চ খোলা হবে।’