কবিতাঃ “প্রিয় তুমি।” কলমেঃ মূক্তা রানী দেবী

এক বিন্দু নিরাশার দুয়ারে
এসে প্রিয় তুমি-
সাজিয়ে নিলে ভালোবাসার
স্নিগ্ধ চারণ ভূমি।
তোমার কাছে একটু চাওয়া
পরম সুখের হয়,
মনের ইচ্ছেগুলো হলে পূরণ
অশ্রু বন্যা বয়।
একটু ছোঁয়া পেলে তোমার
হৃদয় ভরে  সুখে,
মন যে নাচে পেখম মেলে
শিহর লাগে বুকে।
মেঘের কান্নায় কালো আকাশ
বাদল ঝরায় যবে,
হৃদয় তখন বৃষ্টি হয়ে
তোমায় খুঁজে ভবে।
তুমি- দুঃখ যখন দাও গো যেচে
মনো ভেলায় ভেসে,
বিদ্যুৎ বেগে আঁতকে জীবন
থমকে দাঁড়ায় হেসে।
যখন- প্রিয় বলে ডাকো তুমি
গোপন অভিসারে,
ছুটি সকল বাঁধন ছিন্ন করে
তোমার কারাগারে।
ওই জোনাকির আলোর মতো
ছড়িয়ে দিয়ে আলো,
ঘন অন্ধকারে দেখালে দিশা
বেসে তুমি ভালো।