একটি পৌরসভায় ইভিএম সহ নাটোরের তিনটি পৌরসভাতে ভোটগ্রহণ হয়েছে

এস.এম সজীব, স্টাফ রিপোর্টার, নাটোর: প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত নাটোরের তিনটি পৌরসভাতে ভোট গ্রহণ হয়েছে। এরমধ্যে নলডাঙ্গা পৌরসভাতে নয়টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া গোপালপুর ও গুরুদাসপুরে ব্যালটের মাধ্যমে পৌরবাসী ভোট দিয়েছে।

প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল।নলডাঙ্গাতে ইভিএমে ভোট গ্রহণের ফলে সেখানকার জনগণের ছিল বাড়তি আগ্রহ। নাটোরের তিনটি পৌরসভাতে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ১১১ জন ও মহিলা সংরক্ষিত প্রার্থী হিসেবে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করার জন্য ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ চার প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে।