আলমডাঙ্গা ভাংবাড়িয়ায় তফসিল ঘােষণার আগেই জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা

শামীম রেজা, ভাংবাড়িয়া প্রতিনিধি: জানা গেছে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউপি নির্বাচনে সম্ভাব্য ৭জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জনই নৌকা প্রত্যাশী। তফসিল ঘোষণার আগেই জমে উঠেছে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
চায়ের দােকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় সর্বত্র সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আনাগোনা বেড়েছে। সামাজিক প্রতিটি অনুষ্ঠানেই হাজির থাকছেন এবং ঘরােয়া বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। থেমে নেই সরক্ষিত নারী মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বার পদের প্রার্থীরাও, তারাও গণসংযােগ চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগে মনােনয়ন পেতে চলছে তাদের দৌড়ঝাঁপ। ধরনা দিচ্ছেন জেলা-
উপজেলার শীর্ষস্থানীয় নেতাদের কাছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নে ৭
জন সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ৩ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার মনােনয়ন প্রত্যাশী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বর্তমান চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু। তিনি ৫ বার নির্বাচনে অংশ নিয়ে দুই বার
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাবলু গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে
অংশগ্রহণ করে জয়লাভ করেন। এবারও তিনি আওয়ামী লীগের দলীয় মনােনয়ন প্রত্যাশী। কাওসার আহমেদ বাবলু বলেন, আমি সারা জীবন জনগণের পাশে দাঁড়িয়েছি।পুনরায় আমি যদি সুযোগ পাই এভাবেই যেন বাকি জীবনটা গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকতে পারি।তিনি বড়বােয়ালিয়া গ্রামের মৃত সুলতানুর রহমান বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী।
প্রথমবারের মতাে নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ রাজনৈতিক নেতা নাহিদ হাসনাত সােহাগ। তিনিও ক্ষমতাসীন
দল আওয়ামী লীগের মনােয়ন প্রত্যাশী। নাহিদ হাসনাত সােহাগ ভাংবাড়িয়া
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বড় বােয়ালিয়া গ্রামের প্রয়াত আশাবুল হক ঠান্ডুর ছেলে। এমবিএ পাস করে তিনি ব্যবসা বাণিজ্য করছেন।
তিনি জানান, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। জনগণের পাশে
আমার পরিবার সবসময় ছিলাে, আছে এবং থাকবে। জনসেবার ইচ্ছা থেকেই ইউপি নির্বাচনে আসা। জনগণ চাইলে আমি প্রার্থী হবাে। নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। আশা করি দল আমাকে মনােনয়ন দেবে। তবে
দল যাকে মনােনয়ন দেবে তার পক্ষে কাজ করবাে। ভােগাইল বগাদী গ্রামের সাবেক মেম্বার শামসুল আলেম ছেলে মাে. সােহানুর রহমান সােহান। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম বারের মতাে সম্ভাব্য প্রার্থী হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সােহান এসএসসি পাস করছেন।
নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হয়ে প্রথমবারের মতাে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন আ.লীগ ১নং যুগ্মসম্পাদক জিনারুল ইসলাম বিশ্বাস। তিনি আ.লীগের দলীয় মনােনয়ন প্রত্যাশী। জিনারুল ইসলাম বিশ্বাস নগরবােয়ালিয়া গ্রামের মৃত নূর বকস বিশ্বাসের ছেলে।
নির্বাচনে আবারও সম্ভাব্য প্রার্থী হয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ৩ বারের সাবেক চেয়ারম্যান সানােয়ার হােসেন লান্ডু। তিনি ৫ বার নির্বাচনে অংশগ্রহণ করে ৩ বার নির্বাচিত হয়েছেন। সানােয়ার হােসেন লাড্ডু বিএনপির রাজনীতির সাথে জড়িত। গতবার ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন। এবার তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সানােয়ার হােসেন লাড্ডু ভাংবাড়িয়া গ্রামের মৃত রবিউল হক বিশ্বাসের ছেলে। তিনি বলেন পুনরায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে জনগণের সেবা করে যেতে চাই। নগর বোয়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মাওলানা মনিরদ্দি ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এছাড়াও আছে। ভোগাইল বগাদি গ্রামের দেলোয়ার জাহান ঝন্টু তিনি যুগ্মসাধারণ সম্পাদক জেলা যুবদল । সরাসরি বি এন পি র রাজনীতির সাথে জড়িত থাকলেও বিএনপি মাঠে না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ভাংবাড়িয়া ইউনিয়নের সর্বশেষ ভােটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের৭ এপ্রিল এবং মেয়াদ শেষ হয়েছে২০২১ সালের ৬ জুন। সর্বশেষ তথ্য অনুযায়ী ভাংবাড়িয়া ইউনিয়নে মােট ভােটার ১৭ হাজার ৬০২ জন। এরমধ্যে পুরুষ ভােটার ৮ হাজার ৬৮২ জন এবং নারী ভােটার ৮ হাজার ৯২০ জন। ১৪টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড রয়েছে বড়বােয়ালিয়া গ্রাম নিয়ে ১নং ওয়ার্ড,
হাটুভাঙ্গা ও হাটবােয়ালিয়া পশ্চিমপাড়া নিয়ে ২নং ওয়ার্ড, হাটবােয়ালিয়া দক্ষিণপাড়া ও নগরবােয়ালিয়া নিয়ে ৩নং ওয়ার্ড, বাশবাড়িয়া গ্রাম নিয়ে ৪নং ওয়ার্ড, ভাংবাড়িয়া মাড়িয়াপাড়া ৫নং ওয়ার্ড, ভাংবাড়িয়া গাংপাড়াপাড়া ও স্কুলপাড়া নিয়ে ৬নং ওয়ার্ড, রাধানগর, খােরদ ও গৌরীহূদ গ্রাম নিয়ে ৭নং ওয়ার্ড, মহেশপুর গ্রাম নিয়ে ৮নং ওয়ার্ড ও ভােগাইলবগাদী গ্রাম নিয়ে ৯নং ওয়ার্ড গঠিত। এদিকে নির্বাচনের দিনক্ষণ যতােই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীরা ততােই প্রচার-প্রচারণায় ব্যস্ত।