আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান।

এম আব্দুল আকিম জেলা প্রতিনিধি বগুড়াঃ

বগুড়ায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যাওয়া অটোরিকশাটি বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়া শহরে সিএন জি চালিত একটি অটোরিকশায় গত বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বারপুর ঝোপগাড়ী এলাকায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। সিএনজি চালক ব্যক্তি বগুড়া সদর ফাঁপোর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শহরদিঘী মাদ্রাসা পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ৬ জন ছেলে মেয়ে নিয়ে অসহায়ের মতো জীবনযাপন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে কিছু অর্থ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায় চালক ব্যক্তি রফিকুল ইসলাম শহরের তিনমাথা থেকে মাটিডালী দিকে ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিল। ঝোপগাড়ী এলাকায় পৌঁছাতেই ১০-১৫ জন লোক এসে তার গাড়ি টি থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা এসে আগুন নেভাতে সহায়তা করেন।