আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে এখন নিবন্ধন লাগবে

বিশেষ প্রতিনিধি : নিবন্ধন ছাড়া মিলবে না আন্তঃনগর ট্রেনের টিকিট। আর এই নিবন্ধন করতে লাগবে যাত্রীর নাম, ফোন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর। এসব তথ্য টিকিটে প্রদর্শিত হবে। ঢাকা থেকে সারা দেশে চলাচলকারী ৩৩ টি আন্তঃনগর ট্রেনের মধ্যে প্রাথমিকভাবে আটটি আন্তঃনগর ট্রেনে নতুন নিয়মে টিকিট বিক্রি আজ থেকে শুরু হচ্ছে। যারা কিনবেন তাদের যাত্রার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ থেকে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, কালোবাজারি রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে গত ১ জানুয়ারি সোনার বাংলা ট্রেনে এ পদ্ধতি চালু করা হয়েছিল। এখন সোনার বাংলা ট্রেনের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সুবর্ণ, মহানগর গোধূলি, মহানগর প্রভাতী, পদ্মা, চিত্রা, পারাবাত ও দ্রুতযান এক্সপ্রেস। একটি এনআইডি নম্বরে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। তবে একবার নাম নিবন্ধন করলে পরবর্তীতে আর নতুন করে নিবন্ধন করতে হবে না। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট/ ই সেবায়, মোবাইল অ্যাপ ও স্টেশন কাউন্টারে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা যাবে।