আজ কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মনোহরগঞ্জে ফায়ার সার্ভিসের স্টেশন ও মুক্তিযোদ্ধা ভবনের শুভ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জমকালো আয়োজনের মাধ্যমে এটির উদ্বোধন করবেন তিনি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশনের সকল কাজ সম্পন্ন করে জনবলও নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রীর উদ্বোধনের পরে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে নিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্যতন কর্তৃপক্ষ। যেটি ছিলো মনোহরগঞ্জ উপজেলা বাসীর প্রাণের দাবি। যা পুরন হতে যাচ্ছে। অপরদিকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন ৩০ লাখ শহিদের তাজা রক্ত ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। সেই মুক্তিযোদ্ধাদের সম্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষ উদ্যোগ প্রতিটি উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা ভবন করার পরিকল্পনা করেন। তারি ধারাবাহিকতায় মনোহরগঞ্জ উপজেলাও একটি মুক্তিযোদ্ধা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। যার ব্যায় হয়েছে ২ কোটি ৮০ লাখ ৪১ হাজার টাকা। এর শুভ উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলাম। ভবনটি করায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে অভিনন্দন জানান তারা। শেষ তিনি মুন্সিরহাট-হাসনাবাদ সড়কে দূর্গাপুর- খরখরিয়াস্থ ৫০ মিটারের একটি আর্চ ব্রীজ শুভ উদ্বোধন করবেন। ইতিমধ্যে ব্রীজটির কাজ শেষ হয়েছে। যার ব্যায় হয় ৯ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকা। জলাঞ্চল খ্যাত মনোহরগঞ্জ উপজেলাটি এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির গত ১৫ বছরের পরিকল্পিত উন্নয়নের ফলে বর্তমানে একটি মডেল উপজেলায় রুপান্তরিত হয়েছে। এছাড়াও উপজেলাটিতে কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও জানা যায়।