আওয়ামী লীগের সম্মেলনে ঢোকার সময় পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। হাজার নেতা-কর্মীর উচ্ছ্বসিত করতালির মধ্যে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটার পরপরই সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি।

জাতীয় সঙ্গীতের সঙ্গে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌষের ১৫ ডিগ্রি শীতের মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের প্রবেশপথ ও আশপাশ এলাকা জমজমাট হয়ে ওঠে।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন চলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৪টায় ওই ব্যক্তি উদ্যানে ঢোকার সময় তল্লাশিতে পিস্তলসহ ধরা পড়েন বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান। তার আধা ঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪০)। তিনি পুলিশকে বলেছেন, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন টিএসসি’র গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। প্রবেশের সময় তল্লাশি করা হলে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান বলেন, হ্যা, ঘটনাটি সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কেন সম্মেলনে পিস্তল নিয়ে হাজির হয়েছেন তা জানতে বিষয়টি যাচাই করে দেখছি।

প্রসঙ্গত, সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। মূল মঞ্চ সাজানো হয়েছে নৌকার আদলে । তার সামনে রয়েছে পদ্মা সেতুর অবয়ব। উদ্যানে বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলের ছবি রয়েছে। সরকারের উন্নয়নের বিভিন্ন কথাও ব্যানার, পোস্টারে উঠে এসেছে।

২০ ডিসেম্বর সম্মেলন উদ্বোধনের পর ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হবে নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল অধিবেশন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২১ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে রুদ্ধদার কাউন্সিল। এই কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

বরাবরের মতো এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাঁধেই অর্পণ করা হবে আওয়ামী লীগের নেতৃত্ব। জাতীয় নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে দলকে আরও সুসংহত করার লক্ষ্যে এই সম্মেলনে তিন বছরের জন্য নতুন নেতৃত্ব উপহার পাবে আওয়ামী লীগ।