আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিন বছর পর পর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিসেম্বরে জাতীয় কাউন্সিল সামনে রেখে এরই মধ্যে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলোর সম্মেলন করছে আওয়ামী লীগ। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলাসহ ৪৩টি সাংগঠনিক জেলার সম্মেলন শেষ করেছে দলটি। এছাড়াও তারিখ দেওয়া আছে বেশ কয়েকটি জেলার। একই সঙ্গে ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলার সম্মেলনও করছে দলটি। চলছে কমিটি গঠনের কাজও।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে দলটির গঠনতন্ত্রে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া ছাড়া তেমন পরিবর্তন হয়নি দলটির গঠনতন্ত্রে।