অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়ার আহ্বান:শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: লেখাপড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসে শিক্ষার্থীরা যাতে বেশি মনোযোগী না হয় সেদিকে অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাবা-মাকে আমি বলবো, সন্তানদের মন যেন ডাইভারটেড হয়ে না যায়, সে জন্য চেষ্টা করতে হবে। সমাজে নানা রকমের ডিসট্রাকশন (বিভ্রন্ত হওয়ার পথ) আছে, ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অনেক ডিসট্রাকশন। বাবা-মায়েরা আরেকটু মনোযোগী হলে আমার মনে হয় পাশের হার আরও বাড়বে।’

বোর্ডভিত্তিক পাসের হারে তারতম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে, যত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে তারা সকলেই পাস করুক। পাসের তারতম্য হয় নানা কারণে হয়। কারও প্রস্তুতিতে সমস্যা থাকে, আবার কারও পড়াশুনায় পলিসিগত সমস্যা থাকে। অবশ্য শিক্ষার্থীভেদে মেধারও কিছুটা তারতম্য তো থাকেই। এভাবে নানা কারণে পরীক্ষায় অকৃতকার্য হয়। পাসের হারেও এর প্রভাব পড়ে।’