COVID-19 এর দূর সময়ের গরীব দুখি মানুষের বন্ধু

রাজিবুল হক রনিঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে বন্ধ রয়েছে সব ধরণের প্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় শুধু সরকারি ভাবেই নয়, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও অসহায় এই মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। দিচ্ছেন চাল, ডাল, আটাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী।

এর মধ্যে এমন একজন মানুষ   প্রায় দুই মাস ধরে প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখে নিরলস ভাবে প্ররিস্রম করে যাচ্ছেন গরিব দুখি মানুষের পাশে যাচ্ছেন  সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছে নিজ হাতে। বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দিচ্ছেন অসহায় মানুষের হাতে।

আমরা এই উপজেলার সাধারণ মানুষের সাথে  কথা বলেছি তারা আমাদেরকে বলেন  এমন নেতা এমন রাজনিতিবিদ এমন ভালো মানুষ আগে কখনো আমাদের উপজেলায় আসেনি।আমারা তাহার জন্য তার পরিবার এর জন্য মনখুলে আল্লাহর কাছে দুয়া করি সুস্থ ও ভালো থাকেন।
সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন আমাদের কে বলেন আমার বাবা সারাজীবন এই উপজেলার গরিব দুখি মানুষের জন্য নিরালস্য ভাবে কাজ করেছেন সুখে দুখে তাদার পাশে ছিলেন   আমিও  আমার বাবার মতো যতদিন বেচে থাকবো ততদিন তাদের পাশে থাকবো।আমি রাজনিতি করি এ দেশের মানুষের জন্য।           

সামাজিক দূরত্ব বজায় রেখে সুজানগর উপজেলার  প্রতেকটি ইউনিয়নে কর্মহীন হাজার হাজার দিনমজুর পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। এসময় সবাই প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।