ডাঃ আবু মাউদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ

 

গত ৩০/০৮/২২তারিখে দৈনিক কল্যাণ ও দৈনিক প্রজন্ম একাত্তর এবং ৩১/০৮/২২ তারিখে দৈনিক গ্রামের কন্ঠ ও দৈনিক বজ্র কলম পত্রিকার প্রথম পাতায় যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মাউদের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারীদের জন্য বরাদ্দ কৃত কোভিড ১৯ টিকাদানের ৩০ লাখ টাকা হাপিজ ’ শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক ভাবে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। করোনা কালীন সময়ে CHTP ও স্বাস্থ্য সহকারীদের বরাদ্দকৃত টাকা সকল সহকারি স্বাস্থ্য কর্মচারীরা সঠিকভাবে টাকা বুঝিয়া পাইয়াছে এবং আমাকে ও জেলা সিভিল সার্জনকে টাকা বুঝিয়া পাইয়াছি মর্মে লিখিত দিয়েছে।

এই বরাদ্দকৃত টাকার বিষয়ে স্বাস্থ্য সহকারী ও CHTP কর্মচারীদের মধ্যে কেউ কোন অভিযোগ এই সংবাদ প্রকাশ হওয়ার আগে ও পরে জেলা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে কেউ কোন অভিযোগ ও করেনি।

 

মূলত এটি একটি কুচক্রী মহল ও আমার প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশ করেছে।

আমি এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

ডাঃ আবু মাউদ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যশোর, সদর, যশোর