জমজমাট আয়োজনে চুয়াডাঙ্গায় এনটিভির ২০ বছরের পদার্পন উদযাপন

জমজমাট আয়োজনে চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০ বছরের পদার্পন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা, কবিতা পরিবেশিত হয়।
গতকাল রোববার সকাল ১০টায় চুয়ডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদেরকে সাথে নিয়ে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম প্রধান অতিথি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সিনিয়র সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক সম্পাদক আজাদ মালিতা, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী শহিদুল ইসলাম শাহান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মিজানুর রহমান মিনু ,সারা সুহানা ও নুসরাত জাহান মিম কবিতা আবৃত্তি করেন । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।