বাগেরহাট জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তি ও
বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাগেরহাট জেলামহিলা দলের কর্মী সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে জেলা মহিলাদলের উদ্যোগে
বাগেরহাট সদরের জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সরুই
কবোরখানা রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা
মহিলা দলের সাবেক সভাপতি তৈফিকা কালামের সভাপতিত্বে ও সাবেক সাধারন
সম্পাদক শাহিদা আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে
বক্তৃতা করেন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা
আব্বাস।
প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন রন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের
সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন
জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি নেওয়াজ হালিমা আরলী,
জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ফিরোজা বুলবুল কলি,
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিশেষ বক্তা
হিসাবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী মহিলাদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
তাসলিমা খানম সন্দ, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের কৃষিবিষয়ক
সম্পাদক ফারিয়া আক্তারসহ জেলা-উপজেলা মহিলাদল ও বিএনপির সদস্যসহ অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, বর্তমান এই অবৈধ সরকারের
অবৈধ কর্মকান্ড, জুলুম ও অত্যাচার দেশের মানুষকে জানানোর জন্যে আমরা
সারাবিভাগে ও জেলা শহরে আমাদের কর্মী সম্মেলন অব্যাহত রেখেছি। আর এই
কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সংগঠন যখনই শক্তিশালি করতে পারবো
তখনই আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো।
আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো।