একটি বেসরকারি টিভিতে প্রচারিত সংবাদকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে ব্যাবসায়ীর সংবাদ সম্মেলন

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
একটি বেসরকারি টিভিতে প্রচারিত সংবাদকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক ব্যাবসায়ী রবিন আকন্দ।
রবিবার সকালে শাহজাদপুর উপজেলার বনিক সমিতি অফিসে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যাবসায়ি মোঃ রবিন আকন্দ বলেন, গত ২৫ শে মার্চ একটি বেসরকারি (একাত্তর টিভি’র) খেলাযোগের একটি সংবাদে উল্লেখ করা হয় আমি নারী ফুটবলার আখি খাতুনকে বরাদ্দ দেবার জন্য সুপারিশ করা জমি জবরদখল করে আছি। প্রকৃতপক্ষে ঐ সম্পত্তিটি পত্তনি সূত্রে আমরা পূর্বপুরুষ থেকে ভোগদখল করছি। সেই জায়গা সরকারের পক্ষ থেকে নারী ফুটবলার আখি খাতুনের জন্য প্রস্তাবনা দেয়, কিন্তু কোন বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি জানার পরপরই আমরা আদালতের শরনাপন্ন হই। ঐ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই সাথে সংবাদে প্রতিবেদক উল্লেখ করেন আমি তাকে দেখে পালিয়েছি, প্রকৃতপক্ষে আমি ঐদিন শাহজাদপুরে ছিলাম না, ব্যাবসায়িক কাজে ঢাকায় ছিলাম। তারপরও উদ্যেশ্য প্রনোদিতভাবে প্রতিবেদক আমাকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করেছেন। প্রচারিত ঐ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনে আমার সামাজিক ভাবমূর্তি ও মানসম্মানের যথেষ্ঠ ক্ষতি হয়েছে। আমার নামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।