জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইমরান হোসেনঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা  উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের করোনা কালীন দুই বছর পর আবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জমকালো ভাবে আয়োজন করা হয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। খেলাধুলা সহ যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা, যেমন খুশি তেমন সাজো, দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গানের তালে তালে নৃত্য ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জনাব আবু সাঈদ খোকন। সভাপতিত্ব করেন,  জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও সহকারি শিক্ষক মতেহার আলী, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইয়াসিন আলি, হাওলি ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসাদুল হক আরশাদ, হাওলি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, হাওলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রায়হানুল ইসলাম রায়হান, দৈনিক আমার দেশ পত্রিকার তরুণ সাংবাদিক ইমরান হোসেন, জামশেদ আলী, কাওসার আলী, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বৃন্দ ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বাসুদেব হালদার সহকারী শিক্ষক জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়। সার্বিক সহযোগিতায় সহকারি শিক্ষক বৃন্দ।