জলঢাকায় দেড় কেজি গাঁজা সহ ইউপি সদস্য ও তার ছেলে গ্রেফতার

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় দেড় কেজি গাঁজা সহ ইউপি সদস্য ও তার ছেলেকে গ্রেফতার করেছে
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পৌর শহরের ডাঙ্গা পাড়া এলাকা থেকে মো. আসাদুল ইসলাম (মেসি) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিএনসি।
পরে মেসির দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোফাজ্জাল হোসেন ও তার ছেলে মো. লেলিন হোসেনকে দেড় কেজি গাঁজা সহ নিজ বাড়ী থেকে  গ্রেফতার করে ডিএনসি”র অভিযানিক দল।
আটক মাদককারবারীদের বিরুদ্ধে জলঢাকা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন  ডিএনসি’র পরিদর্শক আশরাফুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে অাসছিলো। অামরা অনেক দিন ধরে কৌশল অবলম্বন করে অাজকে মাদক সহ তাদের ধরতে সক্ষম হয়েছি।