নিজস্ব প্রতিবেদকঃ
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া এতো সাহসের সঙ্গে এতো বছর যুদ্ধ করছেন, উনাকে দেখে সবসময় আমার একটা অনুপ্রেরণা হয় যে, এতো সাহস এই মানুষটির মধ্যে। এটাতে আমি আশ্বর্য হই। উনি আসল সম্মানি লোক বাংলাদেশের। আমি আশা করি, বেগম জিয়ার এই সম্মানটা কোনো মানুষের কেড়ে নেয়ার সুযোগ নেই।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া আরও বলেন, এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা, তারা যে লুটতরাজ করছে এটা সবার হিসাবে আছে। আমরা জানি। তারা কানাডায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে।
ধরেন যদি কানাডায় একটা বাড়িই যদি করে থাকে, পুরো মন্ত্রিসভার হালাল উপার্জন মিলে তারা ওই আট লাখ টাকার বাড়ি কিনতে পারতো না। তো কোন উপার্জন দিয়ে তারা বিদেশে বাড়ি কিনছে আপনারা বুঝতেই পারছেন।