রাজনীতিতে ভণ্ডের সংখ্যা অনেক বেশি : শামীম ওসমান

এই আমার দেশঃ

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি কী বলবো, কেন বলবো, আমি নিজেই জানি না। আমার রাজনৈতিক জীবনে এই রকম অবস্থা খুব কমই হয়েছে। সবার রাজনৈতিক সচেতন থাকা উচিত। না বুঝে রাজনীতি করা উচিত না। রাজনীতিতে এখন সত্যের থেকে অসত্যের সংখ্যা অনেক বেশি, ভণ্ডের সংখ্যা অনেক বেশি। তাই জেনে-বুঝে পদক্ষেপ নিতে হবে।’

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামনের পথটা আপনাদের সামনে সহজ পথ না। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশকে হেয় করা হয় আর দেশেরই একটি রাজনৈতিক মহল হাতে তালি দেয়। আমার মনে হয়, ব্রিটিশদের গোলামি থেকে মুক্তি হয়েছি কিন্তু গোলামির চরিত্র থেকে মুক্ত হতে পারি নাই।’

তিনি আরো বলেন, ‘সাহস আমার কম না। কিন্তু শারীরিকভাবে আমি আগের মতো পারবো না। আমার বয়স হয়েছে। যা করার আপনাদেরই করতে হবে। আমি ছাত্রলীগ করতে বলবো না। আমি নারায়ণগঞ্জে এখন ছাত্র দেখি না, তারুণ্য দেখি না। যখন গরীব মানুষের পেটে, শ্রমিকের পেটে লাথি মারা হয় তখন কোথায় থাকে ছাত্রসমাজ?’

শামীম ওসমান বলেন, ‘যেই জায়গায় তোলারাম কলেজের ১০ তলা ভবন করার কথা সেই জায়গায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দখল করে নিয়ে পানির মোটর লাগাইতে চায়। এখন পানির মোটর লাগাইতে দেবো নাকি ১০ তলা ভবন করতে? ফিস ফিস করে কথা বললে হবে না। ছাত্রসমাজ এই দেশের পট পরিবর্তন করেছে। ফেসবুকে মিনমিন করে পরিবর্তন করতে পারবেন না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত। শামীম ওসমান অন্যায় করলে শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যে সঠিক তার পক্ষে দাঁড়াতে হবে।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেলা রানী সিংহের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালাম ওসমান লিপি, উপাধ্যক্ষ শাহ্ আমিনুল ইসলাম প্রমুখ।