বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্র্ধ গতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।বুধবার (২ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের বনানী মোড় সংলগ্ন বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির নেতাকর্মীরা পুলিশ বাঁধা অতিক্রম করে একটি মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক স্নেহাংশ সরকার কুট্রি জানান, ‘আমরা শান্তিপূর্নভাবে সমাবেশ করছিলাম।দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে। কিন্তু আমাদের শান্তিপূর্ন সমাবেশে পুলিশ বাঁধা দিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। আমাদের বেশ কিছু নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।