কুড়ুলগাছিতে রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন

আল-আমিন,কুড়ুলগাছি প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৩,৮,৯নংওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের  উদ্বোধন করা হয়েছে।আজ( রবিবার)সকাল ৮ঘটিকার সময় কুড়ুলগাছি ৩নংওয়ার্ডের  গুলশান পাড়া থেকে মাঠের শেষ অবধি ও ৮ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায়  মাটি কেটে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন। উক্ত উদ্বোধনী কাজে উপস্থিত ছিলেন, কুড়ুলগাছি ৩নংওয়ার্ড মেম্বার জনাব আহসান হাবিব(ঝন্টু),৮নংওয়ার্ড মেম্বার জনাব জিল্লুর রহমান, ৯নংওয়ার্ড মেম্বার জনাব ফরহাদ হোসেন,আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদসহ স্থানীয় জনগন।
স্থানীয়রা জানায়,দীর্ঘ দিন আগে রাস্তাটি নির্মিত হওয়ায় একটু বৃষ্টি হলে রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়ে।।তাই চেয়ারম্যান ও  মেম্বারদের অনেক প্রচেষ্টায় আবার রাস্তার কাজ শুরু হলো। সাথে সাথে প্রতিটা ওয়ার্ডের রাস্তাগুলো আগের চেয়ে উঁচু ও উন্নত ভাবে নির্মান করা হচ্ছে বলে জানিয়েছে ইউনিয়ন কর্তৃপক্ষ।