দর্শনা-মুজিবনগর সড়কে ১৫০ কোটি টাকার কাজ সিলগালা!

আবিদ হাসান রিফাত

দর্শনা-মুজিবনগর সড়কের কাজে দুর্নীতির অভিযোগে ঘটনাস্থল তদন্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে দর্শনা-মুজিবনগর সড়ক দর্শনা গোপালখালী ব্রিজের ও মুনভাটার মাঝামাঝি স্থানের সাববেজ তদন্ত করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আক্তারের নির্দেশে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে এই রাস্তার সাববেজ তদন্ত করেন।

এ সময় ঘটনাস্থলের রাস্তার সাববেজের বালি মাটি খোয়া মিশ্রণ সাবল দিয়ে খুড়ে সংগ্রহ করে জন সম্মুখে সিলগালা করে নিয়ে যান।

এ উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা এলজিইডি এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, কার্য-সহকারী রমজান আলী, চুয়াডাঙ্গা রোড এ্যান্ড হাইওয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আজিজ, সাইড ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম।
এবিষয়ে চুয়াডাঙ্গা এলজিইডি এর উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রাস্তার ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে ওই স্থানে মাটি খোয়া মিশ্রণ বলে মনে হচ্ছে। তবে পরীক্ষা শেষে সঠিত তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপরে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আক্তারের তত্বাবধানে সরেজমিনে রাস্তার সাববেজের পিও তদন্ত করি।

সাববেজের উপকরণ বালি মাটি ও খোয়া জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পরীক্ষার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উলেখ্য,দর্শনা-মুজিবনগর সড়ক টু লেন নতুন রাস্তার কাজ দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে নাটুদাহ ২৩ কিলোমিটার পর্যন্ত ১ শত ২০ কোটি টাকা ব্যায় ও মেহেরপুর মুজিবনগর উপজেলার ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ ২৯ কোটি টাকা মোট ১ শত ৪৯ কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মান কাজ পান মেহেরপরের ঠিকাদার মোঃ জহিরুল ইসলাম।

গত ২১ নভেম্বর ২০২০ সালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের টু লেন নতুন রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়।

গত ২ বছর মাত্র রাস্তার ১২ টি পুলকালভাট তৈরি করেছে। কালভার্ট তৈরির পর রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে রয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রাস্তা নির্মানের প্রথমে দুপাশের বাড়তি ৩ ফুট প্রসস্থের সাববেজ তৈরির জন্য কাজে বালি ও খোয়া মিশ্রণের বদলে দিচ্ছে বালি মাটি খোয়া।