সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আব্দুর রহমান, সিরাজগঞ্জ থেকে


সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২জন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতীতে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী ও ইটভাটা শ্রমিক শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছে।

এঘটনায় চালকসহ অপর আরোহী আহত হয়েছে। আহত চালক রবিউল ইসলাম(৩৫) ও আরোহী নয়ন(১৬)’কে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজীপুর গ্রামের বিশার পুত্র।

এবিষয়ে পুলিশ জানিয়েছেন, সকালে মটরসাইকেল আরোহী তিন ইটভাটা শ্রমিক তাদের নিজ বাড়ী থেকে প্রতিদিনের ন্যায় ঘুড়কা এলাকার একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিল।

তারা সকাল পৌনে ৯টার দিকে যখন মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকার দক্ষিন-পুর্বপাশে লাঙ্গলমোড়া রাস্তার মাথায় পৌছায় তখন তাদের মটরসাইকেলটিকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী ও ইটভাটা শ্রমিক শহিদুল ইসলাম নিহত এবং অপর দুই আরোহী রবিউল ও নয়ন আহত হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও আহত দুইজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।