চারঘাটে মাদক ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

চারঘাটে মাদক ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপপক্ষের সংঘর্ষের ঘটনায় শিলন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শিলন উপজেলার ঝিকরা জোয়ার্দ্ধারপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। রোববার(১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সম্রাটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর এলাকার জনৈক এক ব্যাক্তির বাড়ী

থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ। এবিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানায়,উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সম্রাট আলীর গত বৃহস্পতিবার বেশ কিছু ফেন্সিডিল ও ইয়াবা হারিয়ে যায়। এ ঘটনায় সম্রাট অপর মাদক ব্যবসায়ী একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শিলন আলী (৩০) কে অভিযুক্ত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে সম্রাট গ্রুপ ও শিলন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে ঝিকরা এলাকায় মাদক ব্যবসায়ী সম্রাট গ্রুপ ও শিলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিলন গ্রুপের প্রধান শিলন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে র্কর্তব্যরত চিকিৎসক শিলনকে মৃত ঘোষনা করেন। এ
ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে সাড়াশি অভিযান পরিচালনা করে মুল হোতা সম্রাটসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।