সাটুরিয়া বরাইদে হিংসার আগুনে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়ে ছাই।

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হারুন-অর-রশিদের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাভার দক্ষিণ পাড়া (৫নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা এ ঘটনার সঙ্গে জড়িত।
আগামী ২৬ শে ডিসেম্বর রোববার এ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও এখানে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন মোটর সাইকেল প্রতীকে মো. মোশারফ হোসেন ও আনারস প্রতীকে গাজী আব্দুল হাই। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছে মো. সেলিম হোসেন। এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় মো. মোশারফ হোসেন ও গাজী আব্দুল হাইকে দল থেকে বহিষ্কার করা হয়।

নৌকার নির্বাচনী ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল ওয়াদুদ বাবু বলেন, ‘গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা নৌকার ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। যারা এর সাথে জড়িত তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। নৌকার বিজয় থামানো যাবে না।

নৌকার চেয়ারম্যানপ্রার্থী মো. হারুন-অর-রশিদ জানান, সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার পোষ্টার পুড়িয়ে দিয়েছে। নজিরবিহীন সন্ত্রাসী এই কর্মকাণ্ড করে আওয়ামী লীগের কর্মীসমর্থকদের দমিয়ে রাখা যাবে না। যারা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন, তারা কখনো শান্তিপ্রিয় মানুষ হতে পারেন না। আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষানিত হয়ে বিদ্রোহীরা এ ধরণের কাজ করেছে।

সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’