গোপালগঞ্জে মুকসুদপুরে দিগনগর ইউনিয়ন পাক হানাদার মুক্ত দিবস পালিত

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি থেকেঃ-

মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১২ ডিসেম্বর বিকালে দিগনগর ইউনিয়ন ফেরীঘাট মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে দিগনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিগনগর ইউনিয়ন কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ফকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদর। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আতিকুর রহমান মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান।

বক্তব্য রাখেন দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ মোহাম্মাদ আলী,দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম. মাসুদুর রহমান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রায় ৬০জন মুক্তিযোদ্ধাকে সম্মননা ত্রুেস্ট প্রদান করা হয়েছে।