ইমদাদুল হক মিলন

                           ইমদাদুল হক মিলন

ইমদাদুল হক মিলন

১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেন ইমদাদুল হক মিলন। মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে তার পৈতৃক নিবাস। বাবা গিয়াসুদ্দিন খান এবং মা আনোয়ারা বেগম। ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক সম্পূর্ণ করেন।

বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তার ব্যাপক জনপ্রিয় ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এপার-ওপার দুই বাংলায়ই।

তিনি কথাসাহিত্যে অনবদ্য অবদান রাখায় ‘চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক’ লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

তার উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক (২০১৯), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাচসাস পুরস্কার ও চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক। তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে নিরন্নের কাল, কালাকাল, অধিবাস, পরাধীনতা, বাঁকাজল, মাটি ও মানুষের উপাখ্যান, কেমন আছ সবুজপাতা ও জীবনপুর প্রভৃতি।