সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ।অস্ত্রসহ আটক ২

সালাহ উদ্দিন , নাটোর : নাটোরের সিংড়া উপজেলার শাঐল এলাকার হাজি পাড়া মোড়ে নির্বাচনী গণসংযোগে চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় অস্ত্রসহ ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ওই ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনী জনসংযোগ করা ওই প্রার্থীর নাম মইনুল হক চুন্নু।
তিনি কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী।
আটককৃতরা হল শামসুল ইসলাম ও বাবলু। কলম ইউপির সাবেক চেয়ারম্যান ও মইনুল হক চুনুর ভাই ফনু হত্যা মামলার তারা আসামী।
প্রার্থী মইনুল হক চুনুর ভাতিজা আসাদুজ্জামান এবং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মইনুল হক চুনুর কর্মী আলাউদ্দিন মুন্সি বলেন,হাজি পাড়া মোড়ে নির্বাচনী পথসভা করার সময় শামসুল ইসলাম ও বাবলুসহ কয়েকজন সন্ত্রাসী মইনুল হক চুনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় উপস্থিত জনতা তাদের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।