শীতবস্ত্র- বি এম রেজাউল করিম ( লেখালেখি)

শীতবস্ত্র
বি এম রেজাউল করিম


চোখ শীতবস্ত্র পরলে
বাতাস ভারী হয়ে যায়।
পাটুরিয়া পার হওয়া নাইটকোচের চোখে
তরুন লাইটপোস্টগুলি
আইফেল টাওয়ারবেশে তাকিয়ে থাকে।

যে-কোনো সেতুকে ধোপাঘাটা ব্রিজ মনে হয়।
কুয়াশার রং গাঢ় হতে হতে সূর্যের কাছাকাছি এসে যায়।
দু’একটি বাদুড় সুইচোরা ঠোঁটে তাক বোঝার

দায়িত্ব পালনে দোজলা রসে আঁচ লাগায়।

যাত্রাকন্যারা ফাগুনবাতাসে রাত সাজায়।
পথভোলা পথিক তবুও পথের আশায়
নতুন শীতের বার্তা বয়।