কোন কাননের ফুল- শিউলী খাঁন (লেখালেখি)

শিউলী খাঁন

কোন কাননের ফুল
শিউলী খাঁন


আমার সকাল বিকাল সন্ধ্যা সাজে
শুধু তোমায় ঘিরে
তোমার সাজে সকল আয়োজন
আমার কর্ম ঘিরে।।

অন্যের বাগান চষে বেড়াই
ভালোবাসার মূল্যে
দিনশেষে প্রাপ্তি মিলে
যেন পর তুল্য।

ভালোবাসা আজ পরাধীন
অন্যের অধীন
প্রশ্নের বান, মন আনচান
মন কেন তারই মাঝে
হয়ে যায় বিলীন।

স্বপ্ন সব পুড়ে ছাই
তবুও তার গন্ধ পাই
ভালোবাসার ফল্গুধারায়
অপেক্ষার আলো ছড়ায়।

অভিমানে কাঁদে মন
বিরহে জ্বলে
দূরত্বে-দূরত্বে জাগে
বিচ্ছেদের ভয়
পোড়ে অনলে।

নিজেকে আমি শুধাই নিজে
কে আমি,কার কূল!!
কোথায় আমার আপন কুটির
কোন কাননের ফুল???