পাইকগাছায় দু’দিনের বর্ষণে আমন ফসল ও ইট ভাটার ব্যাপক ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে গত দু’দিনের টানা বর্ষণে
আমন ফসল ও ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। উল্লেখ্য, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে
শনিবার দিনভর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরপর রোববার ও সোমবার গত দু’দিন
বিরামহীন টানা বর্ষণে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে বিভিন্ন কৃষকের
আমন ধান পড়ে গিয়ে এবং কর্তনকৃত মাঠে রাখা পাকা ধান পানি জমে ক্ষয়ক্ষতি
হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ইতোমধ্যে উঁচু
জায়গার পাকা ধান কাটা হয়েছে, তবে বেশির ভাগ নিচু এলাকার ধান এখনো
কাটতে বাকী রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়ার পর বৃষ্টির আগেই ধান ও
সবজি সহ কৃষি ফসলের সুরক্ষার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হয়। এদিকে
ইট-ভাটার মৌসুম শুরু হওয়ায় বিভিন্ন ভাটার বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে
কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পুরাইকাটীস্থ এফএফবি ইট ভাটার মালিক
আলহাজ¦ ফাতেমা রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অনেক আগে-ভাগেই
ইট কাটা শুরু করা হয়েছে। কিন্তু গত দু’দিনের বৃষ্টিতে সারিকরা ও বিছানো
অবস্থায় প্রায় ১০ লাখ কাচা ইট নষ্ট হয়ে ৪০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।